খারাপ সময় কিংবা খারাপ মানুষ নিয়ে আক্ষেপ করবেন না।এই খারাপ সময় ও খারাপ মাবুষ আপনার জীবনে আশীর্বাদ এর ন্যায় কাজ করতে পারে।
প্রতিটি খারাপ ব্যাক্তিই আপনাকে খারাপ সময় উপহার দিতে পারে।আর এই খারাপ সময় আপনাকে উপহার দিবে যন্ত্রণা।এই যন্ত্রণা আপনাকে দিবে শিক্ষা আর এই শিক্ষায় আপনাকে বদলে যেতে সাহায্য করবে।
Every bad person, gives you a bad time.
Every bad time, gives you pain.
Every pain, gives you a lesson.
Every lesson, change a person.