একটা উইনিং প্রোডাক্ট সিলেক্ট না করতে পারার কারনেই হারিয়ে যায় অনেক উদ্যোগ।যেকোন ব্যবসাতে নামার আগে আপনাকে চিন্তা করতে হবে,এই প্রোডাক্ট টা Red Ocean এ নাকি Blue Ocean এ পড়ছে।
আমার প্রোডাক্ট সম্পর্কে কত % মানুষ জানে? কত বছর বা সময় ধরে এই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মানুষ কাজ করছে।
নরমালি,যদি কোন প্রোডাক্ট বা সার্ভিসের রেশিও টা ৩০%+ হয় তাহলে সেটাকে খুব ক্রিয়েটিভ ওয়েতে প্রেজেন্ট না করতে পারলে ঐটা নিয়ে আপনি আগাতে পারবেন না।
আর যদি আগাতেই হয়,তাহলে বাজেট লাগবে অনেক বেশি।
উদাহরণ হলো- জামদানী শাড়ি।
চিন্তা করে দেখুন,আপনার নানী,আপনার মা,আপনার স্ত্রী এই জামদানী শাড়ি পরছে আবার আপনার কন্যাও পরতে চাইবে সেই শাড়ি।
তাহলে আপনার আগের দুইটা জেনারেশন মিনিমাম এই শাড়ি সম্পর্কে জানে,তারা কি শাড়ি পরতোনা? যে দোকান থেকে পরতো,সেই দোকান তো তাদের চেনাজানা।
কেন তারা ঐ দোকান বাদ দিয়ে অন্য কোথাও থেকে কিনবে, আর কি এমন কারনে কিনবে?
আসলে ব্যবসা করা কঠিন না,কঠিন হলো এটাকে বোঝা।আপনার নিজের কাছেই সব উত্তর আছে।আপনি সেটাকে খুঁজে পান না কারন আপনি লেখাপড়া করেন না,রিসার্চ করেন না।
জামদানী নিয়ে কাজ করার আগে ভাবেন-
এটার X & Y axis টা সর্বোচ্চ লেভেলে তাই এই পন্যকে নিয়ে কাজ করতে চাওয়াটা হাই রিক্সের।