নিজেকে অধিক জ্ঞানী ভাবা বোকামি 
একটা সময় ছিলো যখন কোটি টাকার ব্যবসায়ী হলেও তারা একজন লেখাপড়া জানা শিক্ষিত বেকার মানুষকেও সম্মান দিতো।কারন তখন শিক্ষার মুল্য ছিলো অপরিসীম। এখনো শিক্ষার মুল্য অপরিসীম কিন্তু আমরা এর মুল্যায়ন করতে পারছিনা।
একটা সময় ছিলো যখন,হাতে ঘড়ি পরতেন না সবাই।এটা পরার জন্য নুন্যতম শিক্ষার দরকার ছিলো।প্রিন্স কোর্ট,কোর্ট কিংবা ফরমাল ব্লেজার,টাই এগুলি ছিলো ড্রেস কোড।আর সেই কোডের ড্রেস ও সবাই পরতোনা।
বর্তমানে সেই ট্রেন্ড নেই।এখন ফেসবুকে এলেই পাবেন বড় বড় ব্যবসাদার।যাদের কাছে মুখে বলা বা লেখাটা কোন ব্যাপার না,তারা ভাবে- শিক্ষা? সে আবার কি জিনিস?
আমার হাতে ফেসবুক আছে,আমি লিখবো।যা খুশি লিখবো যাকে নিয়ে খুশি লিখবো।তাতে কে কি বললো বা ভাবলো সেটা কোন ব্যাপার না।একটা সময়ে উদ্যোক্তা পরিচয় দিলে সবাই আলাদা করে তাকাতো কারন উদ্যোক্তা মানেই ছিলো, ইনভেটিভ কিছু আর এখন ঘরে ঘরে ঠিক আনাচে কানাচে উদ্যোক্তা।
তাই এই পরিচয় টাও এখন খুব বেশি এভেইলাবল। এসবের মাঝে নিজেকে আলাদা করতে হলে আপনার মাঝে থাকতে হবে প্রকৃত শিক্ষা।৫টা মিট আপ,১০ টা ট্রেনিং আর ১০০০ টা ছবিই প্রকাশ করেনা যে আপনি খুব ভালো লেভেলের কিছু হয়ে পড়েছেন।
শো অফ না করেও নিজেকে হাইলাইট করতে পারবেন।কি নিয়ে? আর কিভাবে?
নিজের কাজ দিয়ে।আপনি ভালো কাজ করুন।কারো কোন প্রকার সাহায্য ডিমান্ড করতে হবেনা,কাউকে মেনশন করে পোস্ট করা লাগবেনা,নিজের যোগ্যতায় কভারেজ পাবেন।
নিজের কাজে ফোকাস করুন।একটা লক্ষ্য,একটা মেন্টর মেনে কাজ করুন।মেন্টর মানেই সব গুলিয়ে খাইয়ে দিবে এমন না।একজন গাইড যিনি নিজে ব্যবসা করে সফল তাকে ফলো করুন এমন।
সেলফি আর ছবির চক্করে নিজেদের কাজকে হাইলাইট করতে ভুলে গেছি আমরা অনেকে।তাই নিজেকে নয় আগে নিজের কাজকে হাইলাইট করুন।
কাউকে তেল দিয়ে নিজের পরিচয় তৈরি করলে,আজ একে নিয়ে পোস্ট দেয়া লাগবে,কাল আবার অন্য কাউকে নিয়ে দেয়া লাগবে।আজ একজনের সুনাম করবেন,কাল তারই আবার দুর্নাম করবেন।
নিজের পরিচয় নিজে তৈরি করুন,নিজেকে স্বাধীন রাখুন।যেকোন ভুল থেকে শিক্ষা নিন কিন্তু কাউকে ব্লেইম করা বাদ দিন।
এগুলিই শিক্ষা আর আপনার ঐ যে পদবী- CEO, সেটার সাথে সতিক্যার অর্থে মানানসই হবে এমন ক্যারেক্টার বানান।