যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সঠিক ছিলেন কিংবা কোন বিষয়ে আপনি সঠিক,তাহলে কোন জবাব দেবার আর কোন প্রয়োজন নেই।
জবাব না দিয়ে চুপ থাকাটাই একটা বিজয়।কেননা সত্যের ঢোলা পেটানো লাগেনা।সত্য এমনি নিজে থেকেই বেরিয়ে আসে।
অনেকেই প্রশ্ন করেন,পেজে কমেন্ট হাইড করবো কিনা।কেউ আবার জিজ্ঞাসা করেন,রিভিউ অনেকে ইচ্ছে করে খারাপ দেয়,তাহলে রিভিউ অফ করে রাখবো কিনা?
পৃথিবীর কোন কিছুই সবার কাছে পছন্দের হবেনা।কোন বস্তু কিংবা কোন মানুষ কিংবা অন্য কোন প্রাণী,কোনটাই সবার নিকট গ্রহণযোগ্যতা পায়না।
তাই,সবকিছু পজিটিভ হতে হবে এমন কোন কথা নেই।কিছু ব্যাপার থাকুক যেটা অসংগতিপূর্ণ বলে মনে হয়েছে অন্যদের নিকট।
আমার নিজের সব কাজ পারফেক্ট,এটা আমি বলিনা কোন সময়,কিন্তু আমি বলি- আমার ইনটেনশন,আমার চিন্তা,আর আমার চেষ্টাটা পারফেক্ট।কারন,আমি সৎ আর হালালভাবে উপার্জন করতে চাই।
এরপর ও সবাই আমার সাথে কাজ করে সফল হয়না।কিছু কাজ আমার দ্বারা করেও সফলতা পাবেনা।কারন,হয়তো আল্লাহ পাকই চান না।
So, get relaxed & do your duty properly.