যারা সঠিক সময়ের অপেক্ষা করে তারা মুলত বর্তমান কে চোখ দিয়ে দেখতে পারেনা।এখন মানে এখনই শুরু করার চেয়ে বেটার কিছু আর হতে পারেনা।
যে সময় চলে গেছে,সেটাকে ভেবে আর লাভ নেই।আর ঐ ভবিষ্যৎ টাও তো এই বর্তমানের উপরেই নির্ভর করে।আর আপনি-আমি যদি এই বর্তমানটাই মুল্যায়ন না করি,তাহলে কিভাবে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে বলে আপনি মনে করেন?