বিজনেস টিপস – ২৫১২০

সবকিছু পারফেক্ট করতে যাবেন না‼️
পারফেক্ট শব্দটাই আসলে তার নিজের সবচেয়ে বড় শত্রু।এটা ঐ “পারফেক্ট” জানলেও আপনারা জানেন না।আমরা ব্যাস্ত হয়ে পড়ি,সব কাজ পারফেক্ট করা নিয়ে অথচ আমরা এটা ভুলে যাই যে,পারফেক্ট করতে চাওয়ার খপ্পরে পড়েই আমরা আমাদের স্বাভাবিক কাজটুকুও করতে পারছিনা।
আমরা সবাই ভাবি,
❌ এইতো গুছিয়ে নিয়ে শুরু করবো।
❌ আমরা সবকিছু গুছিয়ে নিয়ে করবো।
❌ সামনের মাসেই শুরু করবো।
❌ এইতো ঈদের পরে একবারে করবো।
❌ বাচ্চার পরীক্ষা শেষ হলেই শুরু করবো।
❌ ১ তারিখ থেকে শুরু করবো।
এইগুলাই আমাদের পিছিয়ে দিচ্ছে নিয়মিত অথচ আমরা ব্যাস্ত আছি এই মরীচিকা নিয়েই।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *