সফলতা যদি সহজ হতো,তাহলে সবাই সফল হতো 
সফলতা নিয়ে ভাবেনাই,পড়েনাই ও ফেসবুকে লেখেনাই এমন ফেসবুক ইউজার পাওয়াটাই কষ্টসাধ্য তবে আপনি ঠিক আপনার দৃষ্টিতে কতজন সফল ব্যাক্তিকে দেখেছেন?
আপনার চোখে যারা সফল তারদেরকে চাইলে মেনশন করতে পারেন।
এই যে এত এত মানুষকে দেখেন সফলতা নিয়ে লিখতে,বাট তারা কেন সফল না বলেন তো?
একটা উদাহরণ দিই- “সফলতা নিয়ে লেখা ব্যাক্তিটাই আর সফল হওয়া নিয়ে নিয়ম মানেনা।”
আবার দেখেন,চাকুরী করে সফল হওয়া যায়না বলা মানুষ টাও আবার সেই চাকুরীই করে।ব্যবসাতে সময় দিতে চায়না।
সফলতা আসলে কোন নিদৃষ্ট লক্ষ্য নয়,এটা মানুষের জীবন ভেদে আলাদা আলাদা এবং তাদের সকলের সময়,স্থান বুঝে বুঝেও আলাদা।