ফোন শুধু সেলফি তোলা কিংবা রিল দেখার জন্য নয়!
এই ৫টি ফ্রি AI টুল দিয়ে মোবাইল থেকেই আপনি অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন! 
সেইভ করে রাখুন এবং শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে! 
Canva: Canva যেন আপনার ব্যক্তিগত ডিজাইনার! ফ্রি অ্যাকাউন্ট খুলে হাজারো টেমপ্লেট থেকে বেছে নিন। প্রোডাক্ট ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট, বা লোগো বানান। Upwork-এ ফ্রিল্যান্সার হিসেবে এগুলো বিক্রি করুন। শুরুতে জাস্ট ইউটিউবের ভালো Thumbnail বানানোর কাজ শিখুন ভালো করে ক্যানভা দিয়ে। এবং শুরু করার জন্যে ফ্রি প্ল্যানই যথেষ্ট।
Pictory. ai: ভিডিও বানানোর সময় নেই? Pictory-তে একটা ব্লগ বা টেক্সট দিন, AI সেটাকে ইউটিউবের জন্য ছোট ভিডিও বানিয়ে দেবে। ফ্রি প্ল্যানে কয়েকটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করুন, মনিটাইজেশনের পথে এগোন।
ChatGPT: লেখালেখির জন্য এটা জাদুকর! ChatGPT-তে বলুন, “একটা ব্লগ লিখে দাও ফিটনেস নিয়ে।” মিনিটে পাবেন পুরো আর্টিকেল। এটা Fiverr বা Upwork-এ বিক্রি করুন। ফ্রি ভার্সন দিয়েই শুরু করতে পারেন। NShamimPRO তে এআই দিয়ে ভালো কন্টেন্ট লিখার কোর্স আছে, পাশাপাশি ওইটাও দেখে ফেলুন!
Fotor AI: ফটো এডিটিংয়ে নতুন হলেও Fotor দিয়ে প্রো লেভেলের কাজ করা যায়। ফ্রি প্ল্যানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন বা ফিল্টার যোগ করুন। সোশ্যাল মিডিয়া পোস্ট বানিয়ে ক্লায়েন্টদের কাছে বিক্রি করুন।
Predis. ai: ফেসবুক বা ইন্সটাগ্রামে পোস্ট করতে সময় নেই? Predis.ai-এ আপনার ব্যবসার বিষয় বলুন, AI পোস্ট, ক্যাপশন, আর হ্যাশট্যাগ বানিয়ে দেবে। ফ্রি প্ল্যানে কয়েকটা পোস্ট তৈরি করে শেয়ার করুন, এনগেজমেন্ট দেখুন!
এই স্কিলটা কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারেন।