নিজেকে জ্ঞানী ভাবা বাদ দিন 
বিজনেস একটা গেইম।এইটাকে আমি একটা গেইম বলেই ডাকি তবে এই গেইমটা আবার আনলিমিটেড কম্পিটিটর নিয়ে খেলতে হয় বলে রিস্ক অনেক বেশি থাকে।
যেহেতু এই গেইমে এমন অনেক প্রতিযোগিদের আপনি পান, যাদেরকে আপনি কখনো দেখেন নি,চিনেন না বা জানেন না।তাই এইখানে নিজেকে খুব স্মার্ট আর জ্ঞানী ভাবাটাই বড় ভুল।
জ্ঞানী ভাবতে নিষেধ করছি মানে যে আপনি নিজেকে মুর্খ ভাববেন এমন না।আসলে জ্ঞানী আর মুর্খ এই দুইটা স্টেজের মাঝেও আছে অনেক গুলি স্টেজ।যেমন,আমি জ্ঞানী নই তবে জ্ঞান আহরণের চেষ্টা করি।
আপনার জানার ক্ষুধাটা থাকতে হবে।এই ক্ষুধা যেদিন আর থাকবেনা,সেদিন থেকে জানবেন আপনার উঠে যাওয়ার পথ টা অনেক কঠিন হয়ে যাবে।