যেকোন পন্য বা সেবার মুল্য নির্ধারিত হয় মুলত ঐ পন্য বা সেভার কোয়ালিটি অনুযায়ী।
একটা পন্যের মুল্যমান নির্ধারণ করার আগে,সেটা তৈরিতে খরচ,লেবার চার্জ,প্রোডাকশন কোম্পানির প্রফিট এবং রিসেলারদের প্রফিট ধরেই মুল্যমান নির্ধারিত হয়।
অন্যদিকে, যেকোন সার্ভিসের ক্ষেত্রেও ঐ কাজের জন্য ব্যয় করা সময়,শ্রম,মেধা এবং কতজন মানুষের সম্মিলিত শ্রম সেখানে যাচ্ছে এগুলির ক্যালকুলেশন করেই সেবার মুল্য নির্ধারিত হয়।
যেকোন প্রোডাক্ট বা সার্ভিসের স্ট্যান্ডার্ড বজায় রেখে পন্য বা সেবার মুল্য কমানো যায়না। যারা ১০০০ টাকার পন্য ২০০ টাকায় বিক্রি করে,তাদের দোষ আমি দেখিনা।কারন, আমি-আপনি যদি ১০০০ টাকার সেবাকে ২০০ টাকায় না পেতে চাইতাম তাহলে তারা এমনিতেই ব্যাবসা গুটিয়ে ফেলতো কিন্তু জাতি হিসাবে আমরা এমনই যে,যতক্ষন সর্বশান্ত না হবো,ততক্ষন আমরা থামতে জানিনা।