শুধুমাত্র ফেসবুক পেজ দিয়ে বিজনেস কখনোই প্রতিষ্ঠিত বিজনেস হতে পারেনা।বিজনেসকে ব্রান্ড হিসাবে গড়ে তুলুন।ওয়েবসাইট করুন।
ফেসবুক পেজ তো আজ আছে কাল নেই, আপনার ব্রান্ড বা আইডেন্টিটি সব সময় থাকবে।
ফেসবুক গ্রুপ শুধুমাত্র নিজের ব্রান্ডিং এ ইউজ করুন আর বিজনেস বড় করতে নিজের পেজে ফোকাস করুন।
ফেসবুক আইডির সিকিউরিটি সব সময় স্ট্রং করুন।