যখন স্বপ্নটাকে চোখে দেখা যায়, নিজের কাজটার প্ল্যান সঠিকভাবে করা যায়,তখন আর কোনকিছুই আপনার চলার পথে বাঁধা হতে পারেনা।
যেকোন অবস্থায় নিজের স্বপ্নকে ধরে রেখে দৌড়ান তার পিছু পিছু,না পারলে হাঁটুন আর তাও না পারলে বসে বসে আগান, যদি সেটাও সম্ভব না হয় তবে শিয়ে শুয়ে নড়তে থাকুন।
তবুও স্বপ্নকে তাড়া করতে মানে চেজ করতে ভুলে যেয়েন না।আর স্বপ্নকে চেঞ্জ করে ফেলেন না।