Choose the right person 
বর্তমানে ট্রেন্ড হলো,মেন্টর ছাড়া বিজনেস হয়না।আসলে এটা সঠিক কথা না।আমার মত যারা ১০-১২ বছর আগে থেকে বিজনেসে নেমেছেন,এফ-কমার্স ও ই-কমার্সে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে চলেছেন,তারা তো বিজনেস করতে যেয়ে মেন্টর ঠিক করেনাই,আমাদের সময়ে এমন আনাচে-কানাচে জুড়ে কাউকে তাবিজ বিক্রি করতে দেখা যেতোনা।
আপনি আরও জেনে অবাক হবেন যে,যারা খুব ভালো করেছেন এই সময়ে,তাদের ম্যাক্সিমামই আবার কোনভাবেই হাইলাইটে থাকেন না সোশ্যাল মিডিয়াতে।
এমন অনেক কেই আমি চিনি,যাদের বিজনেসের টার্ন ওভার মাসে কোটি টাকার উপরে কিন্তু তাদের কোন মেন্টর নেই।
বিজনেস কোচ।হ্যাঁ,আমাদের ছিলো বিজনেস কোচ।যেমন, ঐ সময়ে শুরু করা মেজোরিটি পাবলিকই, মাসাওসি উন, নেপোলিয়ন হিল, রবার্ট কিওসাকি,গ্রান্ট কারডোনি,পিটার বুকেহ, মার্শাল গোল্ডস্মিথ কিংবা ডেল কার্নেগির লেখা পড়েই শিখেছি।
এখন তো সবাই ফেসবুকে জ্ঞান দেয় আর চারিদিকে আছেন বিজনেস শেখাতে চাওয়া পাবলিক।এইদেশে বর্তমানে যত ক্রেতা আছেন তারচেয়ে বেশি আছেন বিক্রেতা।আবার যতজন বিজনেস করছেন,সফল হয়েছেন,তারচেয়ে বেশি আছেন বিজনেস মেন্টর।
আসলে ভাই,কোর্স বেঁচে নিজেকে বড়লোক বানানো গেলেও অন্যকারো সেভাবে উপকার হয়না।আপনারা এই হাজার হাজার টাকা দিয়ে যেকোন কোর্স করার আগে,যাচাই বাছাই করেন আর যার তার আইডিয়া ফলো করার আগে,তার অর্জন দেখুন,জাজ করুন।
যে নিজেই সফল হয়নি,সে অন্যকে সফল কিভাবে বানাতে পারবে বলেন তো? সফলতার রাস্তাটাই তো তার চেনা নয়।