লাইফে কোন কিছুই আসলে ফ্রীতে হয়না অথচ আমরা সবাই চাই,ফ্রী।
কেউ হয়তো,বন্ধুর নতুন স্টার্টআপ থেকে ফ্রী চাইছে।কেউ আবার কারো উদ্যোগ থেকে ফ্রী চাইছে।এদিকে কেউ বসে আছে এই ভেবে যে,আমার সবকিছুকে আমি স্বাভাবিক রেখে মানে আমার কমফোর্ট জোনে থেকেই আমি বিশাল অর্জন করে ফেলবো,সবার চেয়ে আলাদা হয়ে যাবো।
আসলে বাস্তবতা সেটা নয়।বাস্তবতা হলো,কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে,নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন,লাইফের বাকি সব অংশ জুড়েই নিজের কমফোর্ট নিয়ে আর ভাবা না লাগে।
এইজন্যই, Rich Dad Poor Dad বইতে রবার্ট কিয়োসাকি বলেছেন, “যারা সিকিউরিটি খোঁজে,তারা আসলে চাকুরী চায় আর যারা ফ্রীডম খোঁজে,তারা ব্যবসা করে।”