আমাদের চারপাশের সবকিছুর সাথেই টাকার একটা সম্পর্ক আছে।
আপনার হাতে থাকা ফোন, মনে থাকা চিন্তা,টেবিলের খাবার কিংবা গাড়ির জ্বালানি যেটাই বলেন না কেন,সকল জায়গায় টাকার সম্পর্ক আছে।
এই যে,কনটেন্ট দেখছেন এখানেও টাকার ব্যাপার না।নাহ! ঐ মনিটাইজেশন থেকে টাকার কথা বলছিনা।আপনি এই যে পড়ছেন,মানেই হলো আপনার জানার আগ্রহ আছে এবং অন্যদের চেয়ে এগিয়ে যাবার মানসিকতা আছে।
আপনি বেশি আয় করতে পারেন না কেন জানেন? কারণ আপনি তোমার চারপাশে থাকা লাভজনক নদীগুলোর মধ্যে হাত ঢুকিয়ে দিতে পারেন নি,ইভেন আপনি কিন্তু ঐ বাবলের কারো সাথেও মিশতে চান নাই।