যেটা আপনি করতে চাইছেন বা শিখতে চাইছেন, সেটাকে প্রশ্নে রুপান্তর করুন।এবার সেটার সমাধানের উপায়গুলি বের করুন।
আগে দেখুন,কতজন সেটি নিয়ে কাজ করছে এবং কিভাবে করছে।ঐ সার্ভিস বা পন্য নিয়ে কতদিন ধরে কাজ চলমান এবং দেশের কত % মানুষ এটা সম্পর্কে জানে।
এগুলির সমাধান করেই ঠিক করুন- আপনার বিজনেসের নিস।