এক কোটি টাকা ইনকাম করতে চাই,এটাই আমার প্ল্যান।ওকে এইবার কাজ শুরু করলাম।একমাস পরিশ্রম করার পরে মাত্র ১০০০০ টাকা জমলো।
ধুর এইভাবে তো এক কোটি টাকা ইনকাম করতে করতে করতে বুইড়া হয়ে যাবো।
এভাবে হবেনা।অন্যকিছু প্ল্যান করতে হবে।
আমাদের মেইন সমস্যাটা এখানেই।আমরা সারাদিন ধৈর্য্য নিয়ে কথা বলি নিজেরাই কিন্তু সেই ধৈর্য্য নিজেদেরই নাই।আমরা একটা বড় প্ল্যান করে সেটা এক্সিকিউটিভ করার জন্য সময় না দিয়ে দুই দিনেই সব চাই।