এগিয়ে থাকার রহস্য হলো- শুরু করা।আর শুরু করার রহস্য হলো- যেকোন কঠিন কিংবা বড় কাজকে শুরুতেই করেকটা ভাগে বিভক্ত করে নেয়া এবং প্রথমটা শুরু করা।
যারা শুরু করেনা,তারা নিজেরাই নিজেকে পিছিয়ে দেয় আর দোষ দেয় ভাগ্যের।অথচ ভুলে গেলে চলবেনা যে,আমার পরিশ্রম,একাগ্রতা,অধ্যাবসায়, সততা,ধৈর্য্য আর চেষ্টায় আমার ভাগ্যকে গড়ে দিবে।