কাল বলে কিছু নাই,সব কিছু করতে হবে আজকে, এখন এখন এবং এখন।না আগামীকাল না গতকাল। আগামীকাল বলে কোনো কথা নেই।
ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস ইন ইয়োর লাইফ, ডূ ইন টূডে নাও।
কথায় আছে কাল কাল করতে করতে কালের অবর্তমানে হারিয়ে যায়। মনে হয় আজ নয় কাল, কাল নয় পরশু এভাবে কাজটা পড়েই থাকে আর করাই হয় না। অলস মস্তিষ্ক আমাদেরকে আর আগাতে দেয় না। নিজেকে যেন পেয়ে বসে এক অন্যরকম অলসতা। এতে করে মাথায় আসা প্ল্যানটা আর কাজে লাগানো হয় না।তাই যা করতে হবে এখনি করতে।