আত্নীয়রা আপনার ব্যাবসার কাষ্টমার হবে না,পরিচিত জনেরা আপনার গুনের কদর করবে না।কাছের মানুষ বলে ভাবেন যাদের,তারা নিয়ম মানবেনা।পরিচিত জনেরা ভালো কাজের জন্য বাজেট দিবেনা কিন্তু কাজ ভালো চাইবে।
কাস্টোমার সব সময় দামে কম,মানে সেরা।এটাই এক্সপেক্ট করবে আর আপনি নিজে,নিজের প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে, “জিনিস ভালো তাই দাম বেশি।”
অন্যের বেলাতে- দাম কেন এত বেশি? এটাই বলবেন আবার দিনশেষে নিজেকে উদ্যোক্তা বা ব্যবসায়ী ভাববেন,তাহলে তো হবেনা বস।
মনে রাখবেন- বুদ্ধিমান ক্লায়েন্ট,প্রোডাক্ট বা সার্ভিস চাইবে সেরাটা,তারা ডিসকাউন্ট চাইবেনা।