রনো আপনাকে ভেঙে ফেলুন, না হলে সেটা আপনাকেই ভেঙে ফেলবে।
অনেক সময় আমরা পুরনো অভ্যাস, ভয়, আলস্য বা আত্মবিশ্বাসের ঘাটতিকে আঁকড়ে ধরি।ভাবি—সব ঠিক আছে, সময় হলে বদলাব।
কিন্তু সময় আপনাকে সুযোগ দেয় না, সময় শুধু এগিয়ে চলে।আর আপনি যদি নিজেকে ভাঙতে না পারেন, তাহলে পুরনো ‘আপনি’ নিজেকেই শেষ করে দেবে।
নতুন কিছু পেতে চাইলে পুরনোকে ছাড়তে হয়।
নতুন জায়গায় যেতে চাইলে পুরনো সীমানা ভাঙতে হয়।
নতুন ‘আপনি’ তৈরি করুন, কারণ পুরনো ‘আপনি’ই আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।
নিজেকে বদলান, নিজের শত্রু নিজেই হবেন না।