যারা শুধু ইচ্ছে করে, তারা অপেক্ষা করে।যারা পরিকল্পনা করে, তারা কাজ শুরু করে।আর যারা কাজ শুরু করে, তারাই সফল হয়।
পারফেক্ট পরিকল্পনার জন্য অপেক্ষা করলে, জীবনের সুযোগগুলো হারিয়ে যাবে।শুরু করুন, ঠিক করুন, এগিয়ে যান।
আপনার বর্তমান লক্ষ্য লিখুন এবং তার জন্য ছোট্ট একটি কাজের পরিকল্পনা বানান।ভালো না হলেও শুরু করুন।
পথে শিখবেন, উন্নতি করবেন।