টাকা থাকার মানে আপনি আর্থিকভাবে নিরাপদ — এটা ভুল ধারণা।
অর্থের সাথে যদি আর্থিক বুদ্ধিমত্তা না থাকে, সেই টাকা বেশিদিন থাকে না।
Robert Kiyosaki-এর ভাষায় বললে,
“অর্থের সাথে আর্থিক বুদ্ধিমত্তা না থাকলে, সেই অর্থ খুব দ্রুত হারিয়ে যায়।”
তাই আপনার প্রয়োজন:
আয় করার পাশাপাশি সঠিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট শিখা
বিনিয়োগের সঠিক বোঝাপড়া।
খরচ নিয়ন্ত্রণ।
অর্থের সাথে সময়ের মূল্য বোঝা।
টাকার পেছনে না ছুটে, অর্থ ব্যবস্থাপনার বুদ্ধিমত্তা অর্জন করুন।কারণ টাকা চলে আসে, কিন্তু জ্ঞান ছাড়া সেটা ধরে রাখা যায় না।