মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে তার নিজের মনই…
জীবনের অনেক কঠিন সময়, ব্যর্থতা বা প্রতিকূলতা আমাদের বাইরে থেকে আসেনা, আসে আমাদের নিজের চিন্তা থেকে।
যা আপনার নিয়ন্ত্রণের বাইরে, তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে নিজেকে ধ্বংস করবেন না।বরং, যেসব বিষয় আপনি বদলাতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন — সেগুলোতেই মনোযোগ দিন।
নিজেকে নিয়ন্ত্রণ করা শিখুন, দুশ্চিন্তা নয়।কারণ, কখনো কখনো আমাদের সবচেয়ে বড় শত্রু — আমাদের অস্থির মনটাই।
নিজেকে সময় দিন, নিজের উপর বিশ্বাস রাখুন।সবকিছু একদিন ঠিকই নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ।