ছোট পদক্ষেপের গুরুত্ব কখনোই অবহেলা করবেন না।
ব্যবসা, নেতৃত্ব কিংবা ব্যক্তিগত উন্নতি — কোনোটিই একদিনে হয় না।
বড় সাফল্যের পেছনে থাকে ছোট ছোট নিরবচিন্তা পদক্ষেপ, নিয়মিত চেষ্টা আর ধৈর্য।
প্রতিটি বড় অর্জনের শুরু হয় একটি ছোট, কখনও কখনও অদৃশ্য পদক্ষেপ দিয়ে।নিজের উপর বিশ্বাস রাখুন। ধারাবাহিক থাকুন।কারণ, ছোট ছোট পদক্ষেপই গড়ে তোলে বড় সফলতা।
বড়ভাবে ভাবুন, ছোট থেকে শুরু করুন, এখনই এগিয়ে যান।