ছোট শুরুটাই বড় কিছুর প্রথম ধাপ!
সবাই বড় স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে—
বড় কিছু শুরু হয় ছোট একটা পদক্ষেপ থেকেই।
একটা ছোট উদ্যোগ, একটা ক্ষুদ্র চেষ্টা, একটা সাধারণ শুরু…
সেখান থেকেই গড়ে ওঠে গল্প, সাফল্য, আত্মবিশ্বাস।
আপনি যখন অপেক্ষা করেন ‘পারফেক্ট সময়ের’ জন্য,
তখন কেউ একজন ছোট্ট একটা শুরু করে ফেলে —
আর সেখান থেকেই এগিয়ে যেতে শুরু করে বড় স্বপ্নের দিকে।
মনে রাখুন, রাজপ্রাসাদও ইট দিয়ে গড়ে ওঠে।
সফলতার গল্পও শুরু হয় সাহসী ছোট পদক্ষেপ দিয়ে।
আজ ছোট শুরু করুন, কাল হয়তো সেটা হবে আপনার সবচেয়ে বড় অর্জনের গল্প।