পানিতে না নেমে, সাঁতার শিখা যায় না!
বই পড়ে, লেকচার শুনে কিংবা শুধু আলোচনা করে আপনি অনেক কিছু জানতেই পারেন…কিন্তু বাস্তব অভিজ্ঞতা ছাড়া সত্যিকারের দক্ষতা তৈরি হয় না।
“পানিতে না নেমে কেউ সাঁতার শিখে না…” — এই কথাটাই আমাদের শেখায়,
শুধু পরিকল্পনা নয়, বাস্তব কাজে ঝাঁপ দিতে হয়।
ভুল করেও শিখতে হয়।
আর নিজের অভিজ্ঞতা দিয়েই তৈরি হয় সাফল্যের গল্প।
আজ যদি আপনি নিজের ক্যারিয়ার, ব্যবসা কিংবা দক্ষতার উন্নতি চান,তাহলে শুধু জানার মধ্যে আটকে থাকবেন না — সাহস নিয়ে শুরু করুন, চেষ্টা করুন।
অভিজ্ঞতা হলো সবচেয়ে বড় শিক্ষক।
মাঠে নামলেই বোঝা যায় আসল খেলা।
সাহসী পদক্ষেপই তৈরি করে ভবিষ্যৎ।
তাই পড়ুন, জানুন… কিন্তু সবচেয়ে বড় কাজ — কাজে নেমে পড়ুন!