কর্পোরেট জগতে কিংবা ব্যক্তিগত জীবনে — সবাইকে খুশি করা সম্ভব নয়। কিন্তু নিজের ভ্যালু, স্কিল এবং আত্মবিশ্বাস ঠিক রেখে এগিয়ে যাওয়া সম্ভব।
আপনি যখন নিজের মতো করে সিদ্ধান্ত নেন,
নিজের মতো কাজ করেন,
নিজের মতো চিন্তা করেন —
তখন ধীরে ধীরে চারপাশ আপনাকে মানিয়ে নেয়।
সব সময় বদলানোর আগে ভাবুন — নিজেকে বদলাবেন, নাকি অন্যরা আপনাকে বুঝতে শিখবে?
Your originality is your power. Your consistency is your brand. Be authentic. Stay confident. The world will learn to adjust.