জীবন আপনার,ক্যারিয়ার আপনার-তাই ভালোটা অন্যকেউ বুঝলে চলবেনা।নিজেকেই বুঝতে হবে। কেউ আপনাকে সর্বোচ্চ গাইডলাইন দিতে পারে,মানা আর না মানা তো আপনার উপরেই। কাউকে গুরু মানা বা ওস্তাদ মান্য করে চলা মুখে খুব সহজ কাজ কিন্তু বাস্তবে এতটা সহজ নয়।