ভয় সাময়িক, কিন্তু আফসোস আজীবনের
In Business, Leadership and Life — one reality never changes:
Fear is temporary, but regret stays forever.
সিদ্ধান্ত নিতে ভয় লাগবে — সেটাই স্বাভাবিক।
ঝুঁকি নিতে দ্বিধা হবে — সেটাও বাস্তবতা।
কিন্তু সুযোগ হাতছাড়া হলে, যে আফসোসটা জীবনজুড়ে রয়ে যায় — তার তুলনা নেই।
বড় কিছু অর্জন কখনোই নিরাপদ জোনে থেকে সম্ভব না।
যারা সময়মতো সিদ্ধান্ত নেয়, ভয়কে সাময়িক বলে মেনে নেয় — তারাই দীর্ঘমেয়াদে এগিয়ে থাকে।
ভয় কেটে যায়। সময়ও চলে যায়।
কিন্তু হাতছাড়া সুযোগ আর হারানো সম্ভাবনা ফিরে আসে না।
সাহস নিন। ঝুঁকি নিন। গড়ে তুলুন আপনার পথ।