যেকোন কাজ করতে গেলে রিক্স থাকবে,আবার ফেইলিউরে পড়ার সম্ভাবনাও থাকবে তবে এটাকে স্কিপ করতে চাইলে আপনার পক্ষ্যে আর বড় হওয়া সম্ভব না।
পৃথিবীর সকল কাজেই রিক্স আছে তবে সবচেয়ে বড় রিক্স হলো কাজ না করা ও শুরু না করা।ভয় পেলে তার জন্য কোন জায়গায় সঠিক না।
Keep faith in yourself & Don’t skip any steps.just start…