Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
যদি হন মালিক আপনাকে হতে হবে অ্যাক্টিভ।
কথাটা শুনলে বুঝতে আর বাকি নাই যে মালিকের অবসর সময় বলতে কিছুই নাই। চলুন একটু ডিটেইলস জেনে নি।
ধরুন, আপনি একটা অফিসে জব করেন। আপনার কাজ কিছু নির্দিষ্ট সময়ে কিছু নির্দিষ্ট কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনি তার বাহিরে আর কিছুই ভাববেন না স্বাভাবিক।
মাস শেষে আপনার পারিশ্রমিক পাবেন এতোটুকুই। আপনি যদি ওই কোম্পানির মালিক হন, আপনার দায়িত্ববোধ বেড়ে যাবে শত গুণ।আপনার তখন মাথায় থাকবে কীভাবে আপনার বিজনেস টাকে বড় করা যায়, কিভাবে ইমপ্লোয়ীদের দিয়ে ভালো ভাবে কাজ তুলে নেওয়া যায়।
ছোট কিংবা বড় অনলাইন বা কর্পোরেট যে সেক্টরেই আপনি বিজনেস করেন না কেন আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দিতেই হবে।কারণ তখন পুরো বিজনেস আপনার উপর নির্ভর করবে আপনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে।