একলা চলো রে নীতিতেই অনুপ্রেরণা খুঁজে নিন 
আপনি যখন শুরু করবেন,তখন কাউকে পাশে পাবেন না এটাই স্বাভাবিক। কেন জানেন?
স্বপ্নটা আপনার,আপনিই ঐ সীমারেখা দেখতে পারছেন।আর কেউ তো ঐ জায়গাটা দেখতে পারছেনা,যতক্ষণ না আপনি দৃশ্যমান কিছু করতে পারছেন।
এইজন্যই শুরু করার সময় কাউকে না পেলেও,অভিনন্দন জানানোর সময় অনেক কে দেখা যায়।
এটাকে মেনে নিয়েই কাজ করুন আর সামনের দিকে এগিয়ে যান।