কমফোর্ট জোনে থাকলে হয়তো আপনার ভালো লাগবে,কষ্ট কম হবে এবং এই মুহুর্ত্বে আপনার মন বলবে এইটাই সঠিক কিন্তু বাস্তবে এটা আপনাকে কেবলই পিছিয়ে দিবে।
ক্যারিয়ারে কমফোর্ট জোন ব্যাপার টা আজীবনই খারাপ।যারা এই কমফোর্ট জোন থেকে বের হতে পারেনা,তারা আজীবনই রিক্সে থাকে অথচ তারা ভাবে, তারা কোন রিক্সই নিচ্ছেনা মানে তারা সেইফ আছে।
এই রিক্স হলো- কখনোই নিজের অবস্থান পরিবর্তন হবেনা এমন রিক্স।