প্রচার করার কিংবা নিজের উদ্যোগকে ব্রান্ডিং করার অনেক মাধ্যমের মধ্যে নেগেটিভ মার্কেটিং একটি।নেগেটিভ মার্কেটিং করে দ্রুত বড় হওয়া যায় তবে সমস্যাটা হলো- এটা করতে করতে,মনের অজান্তেই রুচিশীল মানুষদের কাছে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলতে পারেন।
যেকোন কিছুতেই ভালো মন্দ থাকে।অসফল ব্যাক্তিরা শুধু মন্দ বিষয়ে চর্চা করতে পছন্দ করে,আর সফল ব্যাক্তিরা নীরবে কাজ করে,আরও এগিয়ে যায়।