সাফল্যের আসল রূপটা কোথায় লুকানো থাকে বলুন তো।
অনেকে ভাবে, “আমি টার্গেট মিটালেই সফল”, “আমি বেশি সেল আনলেই গ্রো করলাম” — কিন্তু আসলে না।
সাফল্য যদি ইন্টেগ্রিটি ছাড়া আসে, সেটা শুধু ছায়া — আলো নয়।
“ইন্টেগ্রিটি মানে নিজের বলা কথা রাখা, ক্লায়েন্টের সাথে ট্রান্সপারেন্ট থাকা, টিমকে সম্মান দেওয়া, আর কাজের মানে কখনো কম্প্রোমাইজ না করা।”
এই জিনিসগুলো হয়তো একদিনে টাকা আনে না, কিন্তু সময়ের সাথে ব্র্যান্ড তৈরি করে।
আপনি আজ যদি নিজের কথা ভেঙে প্রফিট বাড়াতে থাকেন, কালকে সেই প্রফিটই আপনার উদ্যোগের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে ফেলবে।
অন্যদিকে, যদি আপনার ব্যবসার মূলভিত্তিতে স্বচ্ছতা আর ইন্টেগ্রিটি থাকে —আপনাকে কেউ হারাতে পারবে না। কারণ মানুষ ভুলে যায় প্রোডাক্টের দাম, কিন্তু মনে রাখে বিশ্বাসের দাম।
“Without integrity,success is only a shadow.”
আপনি চাইলে ছায়া নয়, আলো হতে পারেন।তবে সেজন্য সততা থাকাটা খুব জরুরী।
আপনার কাজের ভিত মজবুত হয় সততার উপর।