বিজনেস টিপস – ২৫২২৮

বিজনেস টিপস: বিশ্বাস গড়ে ওঠে একদিনে নয়, ধীরে ধীরে — সততার ইটে ইটে।
আপনার ব্যবসার সবচেয়ে বড় মূলধন টাকা নয়, বিশ্বাস।গ্রাহক আপনাকে বিশ্বাস করে বলেই বারবার ফিরে আসে, আপনার কথায় ভরসা রাখে, আপনার পণ্য কিনে।
কিন্তু সেই বিশ্বাস একদিনে তৈরি হয় না —
তা গড়ে ওঠে ধীরে ধীরে, একেকটা ইটের মতো:
সততার ইটে, প্রতিশ্রুতি রাখার ইটে, আর কাজের মান বজায় রাখার ইটে।
একটা মিথ্যা, একটা ভুল প্রতিশ্রুতি, বা সামান্য অসততা, আপনার বছরের পর বছর ধরে গড়ে তোলা বিশ্বাসের দেয়ালে ফাটল ধরিয়ে দিতে পারে।
তাই মনে রাখবেন —
“The foundation of trust is built brick by brick with honesty.”
আপনার প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্তে সততা থাকলে,
আপনি শুধু সেলস নয় — গ্রাহকের হৃদয়ে জায়গা তৈরি করবেন। ❤️

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *