বিজনেস টিপস – ২৫২৩

✅ সিধান্ত নেবার ক্ষমতা ✅
যেকোন কাজ করার আগে ভেবেচিন্তে সিধান্ত নেওয়া ভালো তবে এতটাও ভাবতে যাবেন না যে,ভাবনার পরিমাণ বেশি হয়ে যাবার কারনে আপনি শুরুই করতে পারেন নি।অনেক কেই দেখবেন যে,এত বেশি ভাবতে থাকেন যে একটা পর্যায়ে সেই ভাবনার কবলে পড়ে আর শুরু করা হয়না।
এই টাইপের মানুষগুলি শুরু করলেও শেষ করতে পারেনা।কেন জানেন?
তারা প্রতিটা স্টেপে বেশি ভাবতে যেয়ে তাদের মধ্যে থাকা “Empowering Believe ” গুলি আস্তে আস্তে “Disempowering Believe ” এ পরিণত হয়ে যায়।তখন সব কাজেই সে নেগেটিভ ফিল করতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *