সারাবিশ্ব যখন বলেছিলো Tesla বলে কিছুই থাকবেনা।তখনো একজন স্বপ্ন দেখেছিলেন।তিনি জানতেন যে,তাকে জিততেই হবে,কেননা তিনিই এটার যোগ্য।
সেই ব্যাক্তিটি আর কেউ নন।তিনি একজন ইলন মাস্ক।একজন ইলন মাস্ক কিংবা একজন বিল গেটস হবার স্বপ্ন সবাই দেখে কিন্তু তাদের মত লড়াই করার ইচ্ছেটা থাকেনা সবার।
হার্ডওয়ার্ক,প্যাশন,ডেডিকেশন,ফোকাস,ডিসিপ্লিন কিংবা ধৈর্যের মত গুনগুলি যদি সবার মাঝে থাকতো তাহলে তো সবাই সাকসেসফুল হয়ে যেতো।
সফল হতে গেলে স্বপ্ন দেখলেই চলেনা,সঠিক নিয়মে পরিশ্রম করতে হয় আর লেগে থাকতে হয়।হার না মানা মানসিকতা থাকতে হয়।