ব্যবসাকে বড় হতে দিতে চাইলে তার উপরে জ্বোর করা যাবেনা।
একদিন একজন মালিক তার মালিকে বললেন,আচ্ছা তোমার রোপন করা চারাগাছগুলি কিভাবে এত সুন্দর করে বেড়ে ওঠে?
মালি জবাব দিলো- স্যার,আমিতো ওদেরকে বড়া জবার জন্য জ্বোর করিনা।
বরং, ওদেরকে বেড়ে ওঠার পথে বাঁধা সৃষ্টিকারি সবাইকে আমি ছেঁটে ফেলি।
এই শিক্ষাটা কাজে লাগাতে পারলেও আপনি এগিয়ে যাবেন অনেক দূরে।