নিজের প্রয়োজন কে সেল করতে চাইলে আপনার সেল হবেনা।সেল করতে হবে কাস্টোমারের প্রয়োজনকে।
বুঝলেন না?
আমরা সবাই কাজ করতে চাই এই কারনে- নিজের আর্থিক স্বচ্ছলতা, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করা,নিজের জন্য কিছু করা, নিজের পরিবারের জন্য কিছু করা, নিজের মত করে বাঁচতে পারা।
কিন্তু প্রশ্ন হলো,আপনার এই আপনি কেন্দ্রিক ব্যাপারে কেন আমার আগ্রহ থাকবে?আমি কেন আপনার নিকট থেকে পন্য বা সেবা ক্রয় করবো?
ব্যবসা করার আগে এটা খুঁজে বের করুন যে,কেন আমি আপনার নিকট থেকে পন্য বা সেবা ক্রয় করবো।যদি এই প্রশ্নের সঠিক উত্তর আপনার জানা থাকে,তাহলে আপনার পন্য বা সেবা অবশ্যই আপনার পরিচিতদের বাইরেও সেল হবে আর সেটা আস্তে আস্তে আপনার সব ইচ্ছে পুরণে সাহায্য করবে।
অন্যথায়?
উত্তর আপনিই বের করুন।