আপনি যদি একজন ই-কমার্স বা এফ-কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এই লেসনটি আপনার কাজে আসবে।একটা ফেসবুক পেজ কতটা সুন্দরভাবে সাজানো গোছানো সেটার উপরে নির্ভর করে আপনার সেলস।
আমরা সবাই সেলস নিয়ে চিন্তিত থাকলেও কখনোই কাউকে সেই সেল আনার জন্য প্রপার কাজ শেখা বা জান নিয়ে চিন্তা করতে দেখা যায়না।
এমনই একটা টার্ম হলো- Ads Copy

Ads Copy আসলে কি জিনি?
Ads Copy হল এমন লেখা যা মুলত একটা ম্যাসেজ দিয়ে থাকে,এটা মুলত এক ধরনের বিজ্ঞাপন বা প্রোমোশনাল টেকনিক।
বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য যে কন্টেন্ট দেয়া হয় সেটির সোশ্যাল মিডিয়া ডিজাইনে এবং কন্টেন্ট টাইটেলে ইউজ করা হয়।
যেন ঐ কন্টেন্টের মাধ্যমে একটি পণ্য, সেবা, বা ব্র্যান্ডের প্রতি আমাদের টার্গেটেড অডিয়েন্স কে আকর্ষণ করার কাজটা সম্ভব হয়।
এটি সাধারণত খুব ছোটভাবে প্রেজেন্ট করা হয় বাট এটা খুনই পাওয়ারফুল।আপনি ভালো করে এই ছবিটা লক্ষ্য করলেই বুঝে যাবেন এটা কতটা পাওয়ারফুল।
কমেন্টে জানাবেন আপনি কি বুঝেছেন।না বুঝলে আরো একটা পোস্ট করবো আমাদের ফেসবুক পেজে।