বিজনেস টিপস – ২৫৩৯

যারা বিজনেস করেন, সেটা যেকোন ধরনের বিজনেস হতে পারে,এমনকি- ডাক্তারের চেম্বারে রোগী দেখা, শিক্ষকদের প্রাইভেট পড়ানো, সবই বিজনেস।
তাদের সকলের মনে রাখা উচিত- আপনি কি সেবা দিবেন, সেটির ম্যাসেজ যেন খুব ক্লিয়ার থাকে।একেবারে ক্লিনভাবে উত্তর করতে হবে,কোন প্রকার জড়তা ছাড়া।
কেননা,এই পেশার সকলের মুল লক্ষ্য আসলে- “বিক্রয় বৃদ্ধি করা”। আপনার বিক্রয় বৃদ্ধি নির্ভর করে মুলত, আপনি আপনার ক্লায়েন্টদের সাথে কত সময় পার করছেন তার উপরে, তারা আপনার সাথে কতটা ফ্রীভাবে কথা বলতে পারছে, তাদের চাহিদা জানাতে পারছে, সেটার উপরে।
ক্রেতার সাথে নিজেকে ব্যাস্ত রাখতে যেয়ে আপনাকে, অনেক কিছুই ছাড় দিতে হবে।কখনো বন্ধু-বান্ধব, কখনো পরিবার আর সর্বোপরি নিজের সময় ও আরামকে।
বিক্রয় এমন একটা টার্ম, যেটার উপরে এই পৃথিবীর অর্থনীতির চাকা ঘুরছে।কথাগুলি খুব গভীর থেকে ভাবুন, দিনের শেষে এটার জন্যই সব চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *