বিজনেস টিপস – ২৫৪৩

আমাকে আমার উদ্যোগের ব্যাপারে কেউ সাহায্য করেনা।কেউ সাপোর্ট করেনা।কমন সমস্যা এটাই।এর সমাধান কোথায়?
উদ্যোগের সকল টাকা,প্রোডাক্ট কিনে ব্যয় না করতে পারলে,আমাদের উদ্যোক্তাদের মনে ও শরীরে যেন জোস আসেনা।সব টাকা প্রোডাক্টের পিছনে বসিয়ে রেখে আমাদের হাতে থাকেনা- মার্কেটিং করার মত টাকা।
এই টাকা যে ইমার্জেন্সি ফান্ড থেকে ম্যানেজ করবে সেই ফান্ড টাই নেই।আবার ব্রান্ডিং এর জন্য যে ফিক্সড ক্যাপিটাল থাকবে,সেটাও নেই।
এইবার কি করবো?
পরিবার,আত্নীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধব থেকে ধার করবো।শুরু হলো টেনশন আর সবার নিকট থেকে টিপ্পনি আর আমাদের ফেসবুক জুড়ে কথা- আমার কাজে আমি সাপোর্ট পাইনা।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *