সমস্যা সমাধানের আইডিয়া জেনারেট করে সেটাকে এক্সিকিউট করুন।কোন বড় কোম্পানি কি করছে সেটার হিসাব করলে তাকে পিছনে ফেলতে পারবেন না। সবচেয়ে বড় কথা হলো, শুরু করুন।শুরু না করলেই কেবল পিছিয়ে পড়তে হয়।শুরু করলে সেটার সমাধান হয়ে যায়।