বিজনেস টিপস – ২৫৫১

The power of dedication, Focus & fixing Aim.
আজকের কন্টেন্টে আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে, মানুষ চাইলেই পারে তবে সেজন্য তার চাওয়ার স্টাইল টা সঠিক হতে হবে এবং তাকে উদ্দেশ্য ঠিক করে ছুটে চলাটা শিখতে হবে।
এই বছরের প্রথম দিনে আমি গ্রুপে ঘোষণা দিয়েছিলাম যে, সবার জন্য আমি অন্তত ৩০০ টি বিজনেস টিপস কন্টেন্ট আকারে দিব এবং সেটি এই গ্রুপের জন্যই আলাদাভাবে দিব।
অর্থাৎ আমি আমার কোন লেখা কপি করে এখানে এনে দিয়ে টিপস দিব না।সব কন্টেন্ট নতুন করে এই গ্রুপের জন্য লিখবো।
আজ মাসের ২৮ তারিখে,আমার ৫১ নাম্বার টিপস টা প্রকাশ হচ্ছে।আমি যদি ৩০০ টি কন্টেন্ট কে ১২ মাসে ভাগ করে ফেলি,তাহলে মাসে আমাকে ২৫ টি লিখতে হতো।আমি ইতিমধ্যেই সেই বর্ডার লাইনের ডাবলে পৌছে গেছি।
আপনারা ১০০+ মানুষ বলেছিলেন যে,নিজের জানার জন্য হলেও পড়তে চান সবগুলি।কিন্তু আজ ১০ জনও হয়তো এই সবগুলি টিপস পড়েন নাই।
এতে করে আমার কিন্তু কিছু এসে যায়নি।আমি আমার লক্ষ্য কে স্থির করে সেই লক্ষ্যকে ছুঁয়ে দেখার আশায় ডেডিকেটেড হয়ে কাজ করছি।
এটাই প্রমাণ করে যে,শুধু স্বপ্ন দেখলেই চলবেনা।সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাকে ছুটতে হবে।অনেক কিছুই হয়তো ত্যাগ করতে হবে কিন্তু অর্জন আপনাকে করতেই হবে।
এমন কঠিন সংকল্প করতে হবে এবং ফোকাস ঠিক রেখে ছুটতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *