সফল মানুষেরা সর্বদা অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলে।যে বিষয়গুলি মুলত প্রোডাক্টিভ নয় সেগুলি থেকে নিজেদেরকে দূরে রাখেন।
যেমন তার জানা কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে,তিনি দেখছেন যে এখানে ভুল হচ্ছে কিন্তু তিনি বললেই সেটির পরিবর্তন হবেনা,সেখানে তিনি নিজেকে চুপ রাখেন।কারন সময়ের অপচয় হলো- তাদের কাছে সবচেয়ে ব্যায়বহুল।
আমরা মনে করি যে,বাজার থেকে কোন মুল্যবান জিনিস কিনেই কেবলমাত্র আমরা খরচ করতে পারি,কিন্তু মুলত অপ্রয়োজনীয় কোন আলোচনা ও সময় নষ্ট করাটাই হলো জীবনের সবচেয়ে ব্যায়বহুল ইস্যু।
আপনি শুধুমাত্র আপনার সময়কে কাজে লাগান ঠিক করে,বাকিটা দেখবেন আপনা-আপনিই হয়ে যাবে।