বিজনেস টিপস – ২৫৫৭

যে প্রোডাক্ট আপনি নিজে তৈরি করছেন সেটা নিয়ে আপনি বলতেই পারেন যে, এটা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু যেসকল পন্য আপনি নিজে তৈরি করছেন না,সেটাকে সবার সেরা, অর্গানিক, বেস্ট কোয়ালিটি, সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এগুলি বলে প্রচার করার যৌক্তিকতা নেই।
আপনি খাবার বানাচ্ছেন কিন্তু সবকিছু আপনি নিজে প্রোডাকশন করছেন না, সেখানেও বাজারের জিনিস আছে।আপনি সবকিছুই সোর্স করছেন।
সবাই আসলে সবার জায়গা থেকে সেরাটা কিনতে বা পেতে চায়।নিজের পন্যে বা সেবাকে আপনি বলতেই পারেন- সর্বোচ্চ ভালো দেবার চেষ্টা করি কিন্তু কোনভাবেই সবার সেরা বলা ঠিক না।
অনলাইনে কেনাকাটা করার উদ্দেশ্য হলো- আমার সময় কম বা আমি বাজারে যেতে পারছিনা বা যাবোনা এইটাই।সব দেশেই এই থিমে কেনাবেচা হয় এবং একইসাথে মানুষ অনেক দূর থেকে নিতে পারে।
তার মানে এটা না যে,বাজারের সব জিনিস ভেজাল।
উদ্যোক্তাদের এই ধরনের নেগেটিভিটি ছড়ানো একটা খারাপ কাজ।আর এটা থেকে বিরত থাকা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *