
ফেসবুকে বিজনেস এইডা আবার কোন বিষয় হইলো

বর্তমানে যেসকল ট্রেন্ড চলছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়,তাদের মধ্যে এটিও একটি এবং সেটা প্রথম দিকেরই বলা চলে।
আমার কাজ যেহেতু উদ্যোক্তাদের নিয়ে এবং আমাদের দেশে নারী উদ্যোক্তাদের সংখ্যা দিনকে দিন বাড়ছে।এই সংখ্যাটা এতটাই দ্রুত বাড়ছে যে আমাদের নিজেদের কাছেই দ্বিধাবোধ কাজ করছে- “কে আসলে ক্রেতা,আর কে বা বিক্রেতা”।
যে হারে শিক্ষিতের হার বাড়ছে দেশে ঠিক সেই হারে সঠিক শিক্ষায় শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছেনা যেমন,ঠিক তেমনই যে হারে উদ্যোক্তা বাড়ছে একইভাবে শিক্ষিত (এই শিক্ষিতের সংজ্ঞা আলাদা) উদ্যোক্তা বাড়ছেনা।
আর এই কারনেই আমরা কিছু সমস্যা ফেস করছি যা আমি একটু আলোকপাত করছি-
১. যেহেতু আমরা সঠিক জ্ঞান ছাড়াই উদ্যোক্তা হচ্ছি,তাই এখনে টিকে না থাকতে পেরে এই সেক্টরটাকে কলুষিত করছি।
২. এই টিকে না থাকতে পারা মানুষ গুলিই পরবর্তীতে বাইরে যেয়ে এফ-কমার্স ও ই-কমার্সের দুর্নাম করছে।
৩. আমরা উদ্যোক্তা হচ্ছি কিন্তু পড়ায় আমাদের বড্ড অনিহা যার প্রমাণ পাওয়া যাচ্ছে শিক্ষার গ্রুপ গুলিতে আমাদের উপস্থিতি দেখে।
৪. এখনো মানুষ অনলাইন থেকে পন্য কেনার ব্যাপারে আগ্রহী হলেও পরিপূর্ণ বিশ্বাস করতে পারছেনা,কারন হলো- “দেখাচ্ছি ক্যাটরিনা আর পাঠাচ্ছি জরিনা”
৫. ব্যাবসা ও উদ্যোক্তা হবার পার্থক্য বুঝছিনা আমরা।
সমস্যা লিখলে শেষ হবেনা,আমি শুধু একটাই কথা বলবো- “লেখাপড়া করুন অনেক,জানুন আগে তারপরে আসুন ব্যাবসায়ে”। দেখবেন এই বিজনেস আপনাকে কতটা প্রশান্তি এনে দিবে।
আমার ওয়ালে কিংবা এই গ্রুপে পাবেন এমন অনেক কন্টেন্ট যা আপনার জ্ঞান অর্জনে সাহায্য করবে।
লেখাপড়া করলে সেটা আপনারই থাকবে,অন্য কেউ নিতে পারবেনা।