বেশীরভাগ উদ্যোক্তাদের কন্টেন্টগুলি মুলত- সফলতা,লেগে থাকা, বানী চিরন্তনী, পরিশ্রম, প্রোডাক্ট সোর্সিং, কাষ্টমার খাতির,লাভ-লোকসানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে।
ইউনিক কন্টেন্ট না লিখতে পারলে মানুষের অন্তরে স্থান করা কঠিন।
আমার মনে হয়- নিজের পন্যকে সুন্দরভাবে উপস্থাপন করাটা শিখতে হবে।কিভাবে নিজের পন্যের সঠিক উপস্থাপন করা যায় এটা নিয়ে লিখতে পারলে কাষ্টমার আগ্রহ পাবে।
যেসকল কন্টেন্ট সবাই লিখছে সেগুলিকে এড়িয়ে যাওয়া ভালো অন্তত লেখার জন্য।
এই অবস্থা প্রমাণ করে,আময়াদের দেশের উদ্যোক্তারা লেখাপড়া কম করে,যদি তাই না হতো তাহলে কন্টেন্ট গদবাঁধা হতোনা।
যারা লেখাপড়া মনযোগ দিয়ে করেন,তারাই কেবল ইউনিক কন্টেন্ট বের করতে পারেন কারন নিজে আগে জানাটাই হলো ইউনিক কন্টেন্ট লেখার শর্ত।
ফেসবুকে পার্সোনাল ব্রান্ডিং করতে গেলে,ইউনিক এবং ইনফরমেটিভ কন্টেন্ট এর বিকল্প নেই।